টাইগার শ্রফ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা বাঘি-থ্রি। এরই মধ্যে প্রকাশিত সিনেমাটির পোস্টার দর্শকের মাঝে কৌতূহল তৈরি করেছে। এবার প্রকাশ্যে এলো এর ট্রেইলার।
আজ বৃহস্পতিবার ইউটিউবে ট্রেইলারটি মুক্তি দেয়া হয়েছে। এতে দেখা যাচ্ছে, রনি ও বিক্রম দুই ভাই। ছোটবেলা থেকেই বিক্রমের বিপদে এগিয়ে আসে রনি। কিন্তু এক সময় কাজের প্রয়োজনে বিদেশ যেতে হয় বিক্রমকে। সেখানে গিয়ে অপহরণ হয় সে। ভাইকে উদ্ধারের মিশনে নেমে পড়ে রনি। একা পুরো দেশের বিরুদ্ধে লড়াই করে।
ধুন্ধুমার অ্যাকশন ভরা এই ট্রেইলার ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি সিনেমার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা-সমালোচনাও শুরু হয়েছে।
বাঘি-থ্রি পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। টাইগার ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর, অঙ্কিতা লোখান্ডে, রিতেশ দেশমুখ প্রমুখ। বাঘি-থ্রি আগামী ৬ মার্চ মুক্তি পাবে।
আজকের বাজার/এমএইচ