সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে আহত এক মায়া হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ। এর আগে সোমবার সকালে বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রাম থেকে স্থানীয় ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সহায়তায় হরিণটি উদ্ধার করা হয়। বন বিভাগ জানায়, হরিণটি বাঘের তাড়া খেয়ে ঢাংমারী খাল পার হয়ে ওই গ্রামে ঢুকে পড়ে। পরে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘে হরিণটিকে ধরার জন্য ধাওয়া করে এবং থাবা দেয়। হরিণটি দৌড়ে খাল পাড় হয়ে খুলনার দাকোপ উপজেলার বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রামে ঢুকে পড়ে। এরপর ভিটিআরটি ও গ্রামবাসীর সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। হরিণটির গলায় এবং মুখের কাছে বাঘে থাবা দেয়ার ক্ষত চিহৃ রয়েছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান