ভারতে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের হামারগেড়ার নয়াবসত রেঞ্জে বাঘ ধরতে গিয়ে রহস্যজনকভাবে দুই বনকর্মীর মৃত্যু হয়েছে। তারা হলেন, গাড়িচালক অমল চক্রবর্তী (২৮) ও ফরেস্ট গার্ড দামোদর মুর্মু (৩৪)।
পুলিশ বলছে, বাঘ ধরতে গিয়ে গাড়ির ভেতরে শ্বাসরোধ হয়ে তারা মারা গেছেন।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারতের বন দফতর জানিয়েছে, সম্প্রতি লালগড়, শালবনি, মেদিনীপুর ও গোয়ালতোড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। এর পর বাঘ ধরার জন্য গতকাল সোমবার গোয়ালতোড়ে খাঁচা পাতা হয়েছিল। এর দায়িত্বে ছিলেন বন দফতরের দুই কর্মী। খাঁচার কাছেই ওই দুজন গাড়িতে অবস্থান করছিলেন।
মঙ্গলবার, ১৩ মার্চ সকালে গাড়ির মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ মনে করছে, রাতে গাড়ির সব দরজা-জানালা বন্ধ করে ভেতরে ঘুমাচ্ছিলেন অমল ও দামোদর। এতে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাদের।
আরএম/