বাঙালি রীতি মেনেই পাওলির বিয়ে, ভাত-কাপড়ের অনুষ্ঠান

বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রী পাওলি দাম ছিলেন একেবারে চিরাচরিত বিয়ের সাজে। বৌভাতেও ঠিক একইভাবে অতি সাধারণ হিসেবেই তাকে দেখা গেছে। সেই লাল শাড়িতেই পাওলি নিজের হাতে অতিথিদের খাবার পরিবেশন করেছেন। গত ৪ ডিসেম্বর পাওলির বিয়ে হয়েছে গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে। দু’দিন পর গুয়াহাটি গিয়েছিলেন তিনি। আজ শুক্রবার গুয়াহাটিতে অর্জুনের বাড়িতে আয়োজন করা হয়েছিল ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ কিছু মানুষ জন।

লাল শাড়ি, সিঁদুরের টিপ, শাঁখা-পলা, সোনার গয়নায় সেজেছিলেন পাওলি। বাঙালি রীতি মেনেই দুপুরে হয়েছে পাওলির ভাত-কাপড়ের অনুষ্ঠান। বিয়ের মতো বৌভাতেও কোনো নিয়মই বাদ দিতে চান নি পাওলি। সব প্রথা মেনে চলেছেন। বৌভাতের ঘরোয়া অনুষ্ঠানের খাবারের মেনুতে বাঙালি খাবারের আয়োজনই ছিল। তবে আগামী রোববার গুয়াহাটির পাঁচ তারকা ভিভান্ত বাই তাজ হোটেলে আয়োজন করা হয়েছে বিবাহোত্তর অনুষ্ঠানের। সেই অনুষ্টানে কলকাতা থেকেও বেশ কয়েকজন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ওই দিনের জন্য পাওলি বেছে রেখেছেন লাল ও সোনালি রঙের পৈঠানি। আর অর্জুন পরবেন রোহিত বালের ডিজাইন করা শেরওয়ানি। পাওলির জন্য হানিমুন ডেস্টিনেশন নাকি অর্জুনের তরফে বিগ সারপ্রাইজ।
আজকের বাজার: সালি / ০৯ ডিসেম্বর ২০১৭