কয়েক দশক ধরে পাকিস্তানে জন্ম নেয়া বাঙালি শরনার্থী শিশুদের নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। খবর ইউএনবি’র।
প্রধানমন্ত্রী হওয়ার পর দেশটির বাণিজ্যক রাজধানী করাচিতে প্রথম সফরে ইমরান খান বলেন, কোনো রকমের সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা ছাড়া হাজার হাজার আফগান ও বাংলাদেশি এখানে বসবাস করছে।
বাঁধ নির্মাণের জন্য অর্থসংস্থানের এক অনুষ্ঠানে ইমরান বলেন, প্রয়োজনীয় শিক্ষা ও নথির অভাবে এসব শিশুরা চাকরি পাচ্ছে না। ফলে তারা অপরাধের দিকে ঝুঁকছে।
তার সরকার এসব আটকেপড়া শরণার্থীদের নগারিকত্ব দেবে বলে জানান তিনি।
এদিকে ইমরান খানের এমন বক্তব্যের পর সোমবার তীব্র সমালোচনা করেছেন বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি।
প্রাদেশিক মন্ত্রী সৈয়দ ঘানি বলেন, এই পদক্ষেপ পাকিস্তান সামাল দিতে পারবে না।
জাতিসংঘ প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে বেশি শরণার্থী রয়েছে পাকিস্তানে। যাদের বেশিরভাগই আফগানিস্তানের।
আজকের বাজার/এমএইচ