সাপের ছোবল থেকে বাচ্চাদের বাঁচাতে সাপের সঙ্গে লড়াইয়ে নেমেছে কাঠঠোকরা, এমন এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হওয়া ওই ভিডিও দেখে স্তম্ভিত মানুষ। রবিবার বিকেলে টুইটারে এই ভিডিও পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা।
২৭ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, গাছের কোটরে কাঠঠোকরার বাসায় ঢুকে গিয়েছে সাপ। ভেতরে কাঠঠোকরার বাচ্চা। তাদের বাঁচাতে সাপের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়েছে মা কাঠঠোকরাটি। ধারালো ঠোঁটের আঘাতে বিশাল সাপটিকে বিপর্যস্ত করে তোলে সে।
All the forces on this planet, will never beat that of a mothers love.
Wood pecker saving its chicks after a fierce air duel with the snake👍🏻 pic.twitter.com/mvBo7OWN74— Susanta Nanda (@susantananda3) March 1, 2020
ভিডিওটির ক্যাপশনে সুশান্ত নন্দা লেখেন, ‘এই পৃথিবীর কোনো শক্তি মায়ের ভালোবাসাকে হারাতে সমর্থ নয়। কাঠঠোকরা নিজের বাচ্চাদের বাঁচাতে সাপের সঙ্গে লড়াইয়ে নেমেছে।’
আজকের বাজার/এ.এ