এক হাতে ঝোলানো একটি ব্যাগ নিয়ে বিমানবন্দরে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি, অন্য হাতে ধরা একটি জ্যাকেটের হুড। হুড ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন একটি বাচ্চাকে। এমনই একটি ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি।
ঘটনাটি আমেরিকার ডালাস বিমানবন্দরের বলে জানা গিয়েছে। ভিডিওটি শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, ডালাস বিমানবন্দরে বসে অপেক্ষা করবার সময় এই অদ্ভুত দৃশ্যটি তিনি দেখতে পান। সঙ্গে সঙ্গেই নিজের মোবাইলে ভিডিয়ো করে রাখেন। ভিডিওতে বাচ্চাটিকে কান্নাকাটিও করতে দেখা যাচ্ছে না। সে ঘুমিয়ে পড়েছে কিনা, বোঝা যাচ্ছে না সেটাও।
ভিডিওতে আরেকটি বাচ্চা মেয়েকে দেখা গিয়েছে ওই ব্যক্তির পিছনেই হেঁটে আসতে। যা দেখে অনেকের ধারণা, দু’টি বাচ্চাই ওই ব্যক্তির সন্তান। তবে কেন ওই ব্যক্তি এমন কাজ করলেন, তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। এখনও অবধি প্রায় ৫ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি।