আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ১৯৮৫ জন। ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
আজ সোমবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এক সংবাদ সমমেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
সারাদেশে এবার মনোনয়পত্র দাখিল করেছিলেন মোট ২ হাজার ৭১২ জন। আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামীকাল ৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে আপিল গ্রহণ; চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্বাচন ভবনে আপিল আবেদন করা যাবে।
অশোক কুমার দেবনাথ বলেন, আপিল আবেদন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আগামীকাল ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে, ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৬ দিন চলবে এ কার্যক্রম।
ইসির যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, মনোনয়ন পত্র বাতিলের বিভিন্ন কারণ রয়েছে।
এরমধ্যে উল্লেখযোগ্য কারণ হল মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ স্বাক্ষর সংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিল খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। (বাসস)