বাজারের তালিকাভুক্ত ৫১ প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের দর ফেসভ্যালুর নীচে

একটানা পতন আর মন্দা বাজারে আস্থাহীনতায় ভুগছে বিনিয়োগকারীরা। সপ্তাহের শেষ কার্যদিবস ৯ মে পর্যন্ত পুঁজিবাজারের তালিকাভুক্ত ৫১ কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে এসেছে। বিনিয়োগকারীদের প্রতি প্রধানমন্ত্রীর আশ্বাস, অর্থমন্ত্রী ও বিএসইসিকে দেয়া নির্দেশনা পর কমিশনের গৃহীত কিছু সিদ্ধান্তে গেল সপ্তাহে বাজারে কিছুটা ইতিবাচক প্রবনতা দেখা যায়। তারপরেও বিনিয়োগকারীরা বিনিয়োগে আস্থা হারাচ্ছেন। যার ফলে প্রতিনিয়ত তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দর ফেসভ্যালুর নীচে নেমে আসছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, খাত হিসেবে সবচেয়ে বেশি ফেসভ্যালুর নীচে রয়েছে রয়েছে মিউচ্যুয়াল ফান্ড সেক্টর; মোট ২৮ টি ফান্ড রয়েছে ফেসভ্যালুর নীচে, তারপরেই টেক্সটাইল সেক্টরের প্রতিষ্ঠানের সংখ্যা বেশি রয়েছে; মোট সংখ্যা ১৩ টি। এছাড়াও ফিন্যান্সিয়াল ইন্সিটিটিউট বা আর্থিক খাতের প্রতিষ্ঠান রয়েছে ৬ টি,ব্যাংকিং সেক্টরের ৫ টি, ফার্মাসিউটিক্যাল সেক্টরের ২ টি, ইঞ্জিনিয়ারিং সেক্টরের ১ টি, ট্রাভেল সেক্টরের ১ টি প্রতিষ্ঠান রয়েছে ফেসভ্যালুর নীচে।

আর ফেসভ্যলুতে রয়েছে মোট ২ টি প্রতিষ্ঠানের শেয়ার দর। ১. বাংকিং সেক্টরের এবি ব্যাংক এবং ২. ইঞ্জিনিয়ারিং সেক্টরের গোল্ডেন সন লিমিটেড।

ফেসভ্যালুর নিচে থাকা কোম্পানিগুলো খাত ভিত্তিক বিস্তারিত তুলে ধরা হলো:

ব্যাংকিং সেক্টর:

এই সেক্টরের মোট ৩০ টি প্রতিষ্ঠান। যার মধ্যে ৩ টি প্রতিষ্ঠান রয়েছে ফেসভ্যালুর নীচে। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক – ৯ টাকা ৭০ পয়সা, আইসিবি ইসলামি ব্যাংক – ৪ টাকা, ন্যাশনাল ব্যাংক – ৯ টাকা ৩০ পয়সা।
ইঞ্জিনিয়ারিং সেক্টর৩৭: এপোলো ইস্পাত – ৭ টাকা ১০ পয়সা

ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন সেক্টর:

এই সেক্টরের মোট ২৩ টি প্রতিষ্ঠান। যার মধ্যে ৬ টি প্রতিষ্ঠান রয়েছে ফেসভ্যালুর নীচে। বিআইএফসি – ৫ টাকা ১০ পয়সা, ফারইস্ট ফাইন্যান্স – ৫টাকা ৫০ পয়সা, ফাস ফাইন্যান্স – ৯ টাকা ২০ পয়সা, ফার্স্ট ফাইন্যান্স – ৫ টাকা, পিপলস লিজিং এন্ড ফাইনান্স সাভিসেস লিমিটেড – ৪ টাকা ৭০ পয়সা, প্রিমিয়ার লিজিং – ৭ টাকা ৬০ পয়সা

ফার্মাসিউটিক্যাল সেক্টর:

এই সেক্টরের মোট ৩১ টি প্রতিষ্ঠান। যার মধ্যে ২ টি প্রতিষ্ঠান রয়েছে ফেসভ্যালুর নীচে। বেক্সিমকো সিনথেটিকস – ৬ টাকা ৬০ পয়সা, কেয়া কসমেটিকস – ৪ টাকা ৮০ পয়সা।

টেক্সটাইল সেক্টর :

এই সেক্টরের মোট ৫৪ টি প্রতিষ্ঠান। যার মধ্যে ১৩ টি প্রতিষ্ঠান ফেসভ্যালুর নীচে রয়েছে। আলিফ ম্যানুফেকচারিং -৯ টাকা ৬০ পয়সা, সি এন্ড এ টেক্সটাইলস ৩ টাকা ২০ পয়সা, দা ঢাকা ডাইং এন্ড ম্য্নাুফ্যাকচারিং ৪ টাকা ৬০ পয়সা, ডেলটা স্পিনার্স -৬ টাকা ১০ পয়সা, ফ্যামিলিটেক্স (বিডি) -৪ টাকা ২০ পয়সা, জেনারেসন নেক্সট ফ্যাশানস -৫ টাকা ৩০ পয়সা, ম্যাকসন্স স্পিনিং মিলস – ৬ টাকা ৪০ পয়সা,মেট্রো স্পিনিং -৭ টাকা ৫০ পয়সা, আরএন স্পিনিং -৬ টাকা ১০ পয়সা, তাল্লু স্পিনিং মিলস – ৫ টাকা ৪০ পয়সা, তুং হাই নিটিং এন্ড ডাইং-৪ টাকা ১০ পয়সা, জাহিন স্পিনং – ৯ টাকা ২০ পয়সা, জাহিনটেক্স – ৮ টাকা ৫০ পয়সা

মিউচ্যুয়াল ফান্ড :

এই সেক্টরের মোট ৩৮ টি ফান্ড রয়েছে। যার মধ্যে ২৮ টিই রয়েছে ফেসভ্যালুর নীচে। ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড- ৪ টাকা ৩০ পয়সা, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড-৯ টাকা ১০ পয়সা, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড-৪ টাকা ৫০ পয়সা, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড-৭ টাকা ৯০ পয়সা, ডেল্টা ব্রাক হাইজিং ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড-৮ টাকা ৬০ পয়সা,ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড-৬ টাকা ৪০ পয়সা,ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড-৪ টাকা ৪০ পয়সা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড-৫ টাকা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড-৪ টাকা ২০ পয়সা,গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড-৮ টাকা, আইসিবি থাড এনআরবি মিইচ্যুয়াল ফান্ড-৫ টাকা ৬০ পয়সা, ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড-৪ টাকা ৬০ পয়সা, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড-৭ টাকা ৫০ পয়সা,ভ্যানগার্ড এ এম এল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড-৬ টাকা ৯০ পয়সা, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড- ৪ টাকা ৬০ পয়সা, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড -৭ টাকা, এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড – ৭ টাকা, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড-৯ টাকা ৭০ পয়সা, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড -৬ টাকা ১০ পয়সা, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড – ৪ টাকা ৪০ পয়সা, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড -৪ টাকা, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড -৫ টাকা ৯০ পয়সা, এমবিএল ১ম মিইচ্যুয়াল ফান্ড – ৭ টাকা ২০ পয়সা,এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান -৬ টাকা ১০ পয়সা, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ১ – ৬ টাকা ৯০ পয়সা, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড – ৪ টাকা ৪০ পয়সা, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান স্ক্রিম ওয়ান – ৫ টাকা ৭০ পয়সা, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড – ৮ টাকা ২০ পয়সা,আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড -৬ টাকা ৭০ পয়সা।

ট্রাভেল এন্ড লিজার সেক্টর:

এই সেক্টরের মোট ৪ টি প্রতিষ্ঠান। যার মধ্যে ১ টি প্রতিষ্ঠান রয়েছে ফেসভ্যালুর নীচে। ইউনাইটেড এয়ার – ২ টাকা ৬০ পয়সা।

টানা পতন থেকে বাজার ঘুরে দাঁড়ালে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। তখন অনেক স্বল্প মূলধনী ও লোকসানী কোম্পানিও নিজেদের অবস্থা পরিবর্তন করে ফেসভ্যালু অতিক্রম করতে সক্ষম হবে। তাই বাজারের স্থিতিশীলতা অধিক গুরুত্বপূর্ন না হলে আরো বেশি কোম্পানির শেয়ার দর ধীরে ধীরে ফেসভ্যালুর নীচে নেমে আসবে।

 

আজকের বাজার/ মিথিলা