পুঁজিবাজারের ধারাবাহিক পতন রোধ করতে এবং বাজার পরিস্থিতির নানা দিক তুলে ধরতে পর্যায়ক্রমে সকল স্টেইকহোল্ডারদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের প্রধান নির্বাহীদের সংগঠন ক্যাপিটাল মার্কেট স্টেইকহোল্ডার কো-অপারেটিভ সোসাইটি (সিএমএসসিএস)।
আজ দুপুর ১২ টায় তারা ডিএসই ব্রোকর্স অ্যাসেরিয়েশন (ডিবিএ) সঙ্গে বৈঠকে বসবে।
এর আগে গতকাল সোমবার বাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে সংগঠনটি। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. ছায়েদুর রহমান।
তিনি জানান, পুঁজিবাজার ধারবাহিক পতনে রয়েছে। এই পতন ঠেকাতে বাজারের প্রকৃত অবস্থা তুলে ধরতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সিইওরাসহ সিএমএসসিএস বৈঠক করেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাজার পরিস্থিতি নিয়ে অর্থমন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ডিএসই, বিএমবিএ,ডিবিএ সহ বাজারের সকল স্টেইকহোল্ডারদের সঙ্গে বৈঠকে বসবো। এরই আলোকে আজ দুপুর ১২ টায় ডিবিএর সঙ্গে বৈঠকে মিলিত হবো। বৈঠকে বর্তমান পরিস্থিতিতে রেগুলেটরদের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে বাজারের উন্নয়নে কিছু প্রস্তাবনা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
আজকের বাজার/মিথিলা