বাজারে আসছে লাল রঙের নতুন এক কালার ভেরিয়েন্টে ওয়ানপ্লাস ৬ ফোন। বলা হচ্ছে, নতুন লাভা রেড ভেরিয়েন্টে ওয়ানপ্লাস ৬ ফোনটি উন্মুক্ত করা হবে।
ওয়ানপ্লাস মিডনাইট ব্ল্যাক ও মিরর ব্ল্যাক কালারে ওয়ানপ্লাস ৬ স্মার্টফোন উন্মুক্ত করেছে। তারপর একে একে ওয়ানপ্লাস ৬ মার্ভেল অ্যাভেঞ্জার্স লিমিটেড এডিশান ও সিল্ক হোয়াইট লিমিটেড এডিশান ফোনগুলো বাজারে উন্মুক্ত করেছে চীনের এই প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের অফিশিয়াল টুইটার পেজে একটি ভিডিও টিজারে বলা হয়েছে, ‘সি৬১৪২২’ শুরু করা হচ্ছে, আপনি কি এগিয়ে যেতে চান?’
গুগলে ‘সি৬১৪২২’ সার্চ করে জানা গেছে কালার প্যালেটে গাঢ় লাল রঙের কোড এই সংখ্যাটি। এ ছাড়াও জানানো হয়েছে জুলাই এই ফোনটি উন্মুক্ত করা হবে।
ওয়ানপ্লাসের ভারতের অ্যাকাউন্ট থেকেও এই ভিডিও শেয়ার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি উন্মুক্ত হওয়া মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টের মতোই এই ফোনেও ৮ জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া এই ফোনের দামও মিডনাইট ব্ল্যাক ভেরিয়েন্টের মতোই থাকবে বলে মনে করা হচ্ছে।