বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এ সেভেন ২০১৮ এডিশন

নতুন একটি ফ্লাগশিপ ফোন আনছে স্যামসাং। ফোনটির মডেল স্যামসাং গ্যালাক্সি এ সেভেন ২০১৮ এডিশন।

দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি এ ফোনটি সম্প্রতি গিকবেঞ্চে তালিকাভূক্ত হয়েছে।

এতে থাকছে ৫.৭ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x১৯২০ পিক্সেল। স্ক্রিন টু বডি রেশিও ১৬:৯।

অ্যান্ড্রয়েড ৭.১ নোগাট অপারেটিং সিস্টেম চালিত এ রয়েছে ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর।

ফোনটি ৬ জিবি র‌্যাম এবং ৪ জিবি র‌্যাম এর দুটি ভার্সনে পাওয়া যাবে। ৪ জিবি র‌্যাম ভার্সনের ফোনটিতে ৩২ জিবি র‌ম থাকবে। ৬ জিবি র‌্যাম ভার্সনে থাকবে ৬৪ জিবি রম।

এক্সটার্নাল মেমরি হিসেবে সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। উচ্চমানের ছবি এবং ভিডিওর জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, থ্রিজি, ফোরজি। ব্যাকআপের জন্য থাকছে ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফোনটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৫০০ ডলার।

আজকের বাজার : এমএম / ৩০ অক্টোবর ২০১৭