স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিক্স বাংলাদেশের বাজারে নিয়ে এলো টু-ডোর এবং থ্রি-ডোর বিশিষ্ট স্পেসম্যাক্স সিরিজের সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর।
রবিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে রেফ্রিজারেটরগুলো উন্মোচন করা হয়।
নতুন এই রেফ্রিজারেটরগুলোতে স্পেসম্যাক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার ফলে রেফ্রিজারেটরের আকারের তুলনায় এর ভেতরে খাবার সংরক্ষণের জন্য বেশি জায়গা পাওয়া যায় এবং তুলনামূলক কম বিদ্যুৎশক্তি ব্যবহার করে।
এই সিরিজের রেফ্রিজারেটরের সবদিকে কুলিং সিস্টেম রয়েছে যার ফলে ঠান্ডা বাতাস বের হওয়ার বহু নির্গমন পথ রয়েছে। যা পুরো রেফ্রিজারেটরকে ঠান্ডা রাখে এবং দীর্ঘ সময় খাবার তাজা রাখতে সর্বোত্তম তাপমাত্রা বজায় রাখে। রেফ্রিজারেটরগুলোতে ব্যবহার করা হয়েছে স্যামসাং ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর যা ৫০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী।
বাজারে টু-ডোর মডেলের রেফ্রিজারেটর পাওয়া যাবে ১৫৯,৯০০ টাকা থেকে এবং থ্রি-ডোর মডেলের রেফ্রিজারেটরের দাম শুরু ১৮৯,৯০০ টাকা থেকে। ৬৪৭ লিটার ধারণক্ষমতা সম্পন্ন টু-ডোর রেফ্রিজারেটরের রয়েছে তিনটি মডেল
আজকের বাজার/লুৎফর রহমান