পুঁজিবাজারের উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
ডিবিএর ৩য় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এমন আগ্রহ প্রকাশ করেন তারা।
জানা যায়, রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এজিএমে বিপুলসংখ্যক সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০১৬-২০১৭ অর্থবছরের প্রতিবেদন এবং ৩০ জুন ২০১৭ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ, বিবেচনা সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়। এবং পরবর্তী অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। সভায় সকলে পুঁজিবাজারের উন্নয়নে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সভার শুরুতে ডিবিএ সদস্য মির্জা আলী ইস্পাহানি, এম এ মুমিন ও সদস্য পরিবারের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতিগভীর সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়। এজিএমে সভাপতিত্ব করেন ডিবিএর প্র্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী৷
ডিবিএর নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ সাদেক দীর্ঘ ৩৫ বছরের পুঁজিবাজারের অভিজ্ঞতা সম্পন্ন। তিনি বর্তমানে ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। মোস্তাক আহমেদ সাদেক দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর শিক্ষাজীবন শেষ করেন। তিনি বাউনিয়া জুট মিল, আমিন জুট মিল এবং ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি উসমানিয়া গ্লাসফ্যাক্টরী, ঢাকা ভেজিটেবল এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ডিবিএর নব-নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন পুঁজিবাজারের উদিয়মান ব্যক্তিত্ব। তিনি শহিদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ১৯৮৪ সাল থেকে তিনি পুঁজিবাজারে সাথে জড়িত৷
এদিকে, নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ডাঃ জহিরুল ইসলাম প্রাইলিংক সিকিউরিটিজ লিমিটেডের (ডিএসই ট্রেক নং- ২০২) চেয়ারম্যান। তিনি ২০০৫ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য পদ অর্জন করেন। তিনি ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য।
আজকের বাজার: আরআর/ ২৮ নভেম্বর ২০১৭