বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোপুরি বাস্তবায়ন করার লক্ষ্যে গতকাল দেশের অর্থবছরের সময় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে অর্থমন্ত্রীর এই ইঙ্গিতের এক দিনের মাথায়ই বাজেটের সময় জুলাই-জুন সময়ের পক্ষে যুক্তি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬ জুলাই বৃহস্পতিবার নিজ কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে বক্তৃতাকালে এমন যুক্তি দেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি মাঠ পর্যায়েও কর্মসম্পাদন চুক্তিগুলি সেরে ফেলার জন্য সংশ্লিষ্ট সচিবদের পরামর্শ দেন।
বাজেট পাস হবার পর পরই এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের দিনটি বিশেষ দিন। নতুন বাজেট দেয়ার সাথে সাথেই, বাজেট পাস করলাম ২৯ জুন আর আজকে ৬ই জুলাই আমরা কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করতে পারলাম।
কর্মসম্পাদনের জন্য বাজেটের সময়ের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুন-জুলাইতে যেহেতু বর্ষাকাল সেহেতু এ সময় পেপার ওয়ার্র্কগুলি শেষ করে শীতের প্রায় ৬ মাস যেন ফিল্ড ওয়ার্ক করা যায় সেজন্য আমাদের বাজেট প্রণয়ণের জন্য সংবিধানে এই সময়টি রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী এই বর্ষা মওসুমে উন্নয়ন প্রকল্পের সমস্ত পেপার ওয়ার্ক সম্পন্ন করে ফেলার জন্যও সরকারি কর্মচারিদের নির্দেশনা প্রদান করেন।
গতকাল বুধবার অর্থমন্ত্রী বলেন, বহুদিন ধরে আমার মনে হতো যে বাজেটের সময়টা জুন-জুলাইটাই ঠিক। কিন্তু এখন নতুন নতুন আইডিয়া আসছে। আগে ছিল এপ্রিল-মার্চ। এখন সেটা জানুয়ারি-ডিসেম্বরের কথাও আসছে।
মন্ত্রী বলেন, জানুয়ারি ডিসেম্বরটা খুব নতুন। এটা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় আছে। তবে কোনো দেশে এখনো নেই। প্রথম ইন্ডিয়া এটা করার প্রোপোজ করেছে।
আজকের বাজার: এমএম/এলকে ৬ জুলাই ২০১৭