বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকছে: এনবিআর চেয়ারম্যান

আগামী অর্থবছরের বাজেটেও অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকছে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। আবাসন শিল্পোদ্যোক্তাদের সমিতি রিহ্যাবের দাবির প্রেক্ষিতে এ আশ্বাস দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে প্রাক-বাজেট আলোচনায় রাজস্ব বোর্ডের সাথে আলোচনায় বসে আবাসন ও নির্মাণ খাতের ব্যবসায়ী নেতারা। সিমেন্ট প্রস্তুতকারক সমিতির পক্ষ থেকে, অগ্রিম আয়করের হার ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ করা, লোকসানি প্রতিষ্ঠানগুলোর অগ্রিম কর ফেরত বা সমন্বয়ের দাবি করা হয়।

অন্যদিকে প্লট ও ফ্ল্যাট নিবন্ধনের ফি ৭ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করে রিহ্যাব। বর্তমানে এ হার ১৪ থেকে ১৬ শতাংশ পর্যন্ত।

এছাড়াও এক অঙ্কের সুদে পুনঃঅর্থায়ন তহবিল গঠন ও হাউজ বিল্ডিং কর্পোরেশনকে তহবিল দিয়ে আবাসন খাতে ঋণের যোগান বাড়ানোর দাবি করে রিহ্যাব। এসব দাবি বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

এস/