প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর আড়াই শতাংশ কমনোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (০৭ জুন) আগামী অর্থবছরের জন্য লিখিত বাজেট প্রস্তাবনায় এ প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘অনেকে বলে থাকেন আমাদের করপোরেট করহার খুব বেশি। কিন্তু, কথাটি ঠিক নয়। পাবলিকলি ট্রেডেড কোম্পানির বিদ্যমান করহার ২৫ শতাংশ, দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক দেশের তুলনায় যা বেশ কম।’
তিনি বলেন, ‘আমাদের করহার বৈশ্বিক গড়হারের (২৪.২৯ শতাংশ) সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে ব্যাংকিং খাতের করহার কিছুটা বেশি হওয়ায় এবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ২.৫ শতাংশ হ্রাস করার প্রস্তাব করেছি। এতে এ খাত থেকে রাজস্ব কিছুটা কমলেও বিনিয়োগকারীদের প্রতি ইতিবাচক বার্তা যাবে। এর বাইরে অন্যান্য কোম্পানি করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করেছি।’
আজকের বাজার/ এমএইচ