একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে। তবে প্রয়োজনে এ সময় স্পিকার পরিবর্তন করতে পারবেন।
মঙ্গলবার জাতীয় সংসদে বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। খবর ইউএনবি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে আসন্ন ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উত্থাপন করবেন।
১৬ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে এবং ১৭ জুন সম্পূরক বাজেট পাস করা হবে। আগামী ৩০ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস করা হবে।
চলতি অধিবেশন প্রতি কর্মদিবসে বিকাল ৩টায় শুরু হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মো. ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ এবং নূর-ই-আলম চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হয়েছে।
আজকের বাজার/এমএইচ