আাজ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণার আগে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে বসেছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার (৭ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় শুরু হবে বাজেট অধিবেশন।
২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আকার হবে চার লাখ ৬৮ হাজার কোটি টাকা। অথাৎ স্বাধীনতার পর ৪৭ অর্থবছরের ইতিহাসে এটিই হচ্ছে সবচেয়ে বড় বাজেট।
মূলত জাতীয় নির্বাচন সামনে রেখেই এত বড় বাজেট। এটি হবে বর্তমান মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদে পঞ্চম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের টানা দশম বাজেট ।
আরজেড/