অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেছেন। আজ ১ জুন বৃহস্পতিবার দুপুর দেড়টায় সংসদের অধিবেশন শুরু হয়। এরপরই অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন। ১১তমবারের মতো জাতীয় সংসদে বাজেট উত্থাপন করছেন তিনি।
এর আগে জাতীয় সংসদ ভবনের দ্বিতীয় তলায় মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠকে বাজেট ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন।
এবারের বাজেটের আকার হচ্ছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।
এ নিয়ে টানা ৯ বারসহ মোট ১১তমবারের মতো জাতীয় বাজেট পেশ করছেন মুহিত।