ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে দুই হাজার ৪শ পিস ইয়াবা, ৫শ বোতল হুইস্কি ও ২৮০ বোতল বিয়ারসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব।
বুধবার (৬জুন) উপজেলার রূপসদী গ্রাম থেকে তাদের আটক করে র্যাব ১৪- এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন- বাদল মিয়া (৩২), সুমন মিয়া (২০) ও মামুন মিয়া (২২)।
গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান ও স্কোয়াড্রন কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাবের একটি আভিযান দল রূপসদী গ্রামে অবস্থান নেয়।
বুধবার র্যাব অভিযান চালিয়ে , রাত আড়াইটার দিকে বাদল, সুমন ও মামুনকে আটক করে।
র্যাব সূত্রে জানা যায়, আটককৃতরা সবাই মাদক কারবারের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর থানায় মামলা করা হয়েছে।
আজকের বাজার/এসএম