পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাটা স্যু লিমিটেড সমাপ্ত বছরের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, বাটা স্যু লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২৪০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত এ লভ্যাংশ গত ৭ জানুয়ারি বন্টন করেছে প্রতিষ্ঠানটি।ফোলিও হোল্ডারদের লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজস্ব ঠিকানায় পাঠানো হয়েছে। আর বিও হোল্ডারদের লভ্যাংশ বিইএফটিএন এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও একাউন্টে পাঠানো হয়েছে ।
আজকের বাজার/মিথিলা