রাজধানীর ভাটারার বেরাইদ ইউনিয়নে ভাগ্নে ফারুক গ্রুপের সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর গ্রুপের সংঘর্ষের সময় গোলাগুলিতে একজন নিহত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৪টায় গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কামরুজ্জামান দুখু (৩৮)। তিনি ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বড় ভাই। জাহাঙ্গীর আলম বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ ঘটনায় শরিফ, কামাল, তাজ, নাজিরসহ আহত ১০ জনকে এ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ওই হাসপাতালেই রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাগ্নে ফারুক গ্রুপের লোকজন অস্ত্র নিয়ে জাহাঙ্গীর চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে। ওই সময় ভাগ্নে ফারুক গ্রুপের লোকজন গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
ভাটারা থানার ওসি কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বেরাইদ ইউনিয়ন চেয়ারম্যান হাজি জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতে রহমত উল্লাহ এমপির ভাগ্নে ফারুক তার বাড়ির সামনে গুলি চালিয়েছে। অপরদিকে ফারুক আহমেদের গ্রুপ এই অভিযোগ অস্বীকার করেছে।
রাসেল/