দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রাজ্জাক নামে এক ক্যাবল ব্যবসায়ী নিহত হয়েছেন।এ ঘটনায় অস্ত্রসহ পুলিশ তিন জনকে আটক করেছে।
রাজধানীর দক্ষিণ বাড্ডায় এ ঘটনা ঘটে।
বুধবার(৯মে) রাত ৯টার দিকে মধ্য বাড্ডার জাগরণী ক্লাবের মূল ভবনের পাশে বসেছিলেন ডিস ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। এ সময় দুইটি মোটাসাইকেলে করে তিনজন সন্ত্রাসী এসে রাজ্জাককে এলাপাতাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়।
অচেতন অবস্থায় উদ্ধার করে রাজ্জাককে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ১০টায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পরে বাড্ডা এলাকায় শুরু হয় পুলিশের বিশেষ অভিযান। থানা পুলিশের পাশাপাশি অভিযানে অংশ নেয় গোয়েন্দা পুলিশ ও সোয়াট। রাত দেড়টার দিকে একটি লন্ড্রীর দোকান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে একজন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছে বলে দাবি করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শাহাবুদ্দিন কোরায়শী জানান, ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, তিনজনের মধ্যে একজন সরাসরি এ হত্যাকান্ডে অংশ নিয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত রাজ্জাকের বাবার নাম ফজলুর রহমান। রাজ্জাক মধ্যবাড্ডা শহীদ মিনার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং ডিশ ব্যবসা করতেন।
আরজেড/