রাজধানীর বাড্ডায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম নুরু (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে বাড্ডার সাতারকূলে এ ঘটনা ঘটে। এর আগে আবুল বাসার নামের একজনকে গুলি করে পালানোর সময় নুরুল ইসলামকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনতা।
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নুরুকে নিয়ে শনিবার দিবাগত রাতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ(ডিবি)।এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় নুরু। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নূরুল ইসলাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। ভোরে তাকে নিয়ে অভিযানে গেলে বাড্ডার সাতারকুলে সন্ত্রাসীদের সাথে বন্দুক যুদ্ধ হয়। এ সময় নুরুল ইসলাম নিহত হয়। আহত অবস্থায় তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আজকের বাজার: আরজেড/আরএম/১৮ ফেব্রুয়ারি২০১৮