রাজধানীর বাড্ডায় চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ধর্ষক সিপনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার ৩০ জুলাই গভীর রাতে বাড্ডা এলাকা থেকে সিপনকে গ্রেফতার করে পুলিশ।
তানহার বাবা মেহেদী হাসান জানান, রোববার বিকেলে খেলার জন্য পাশের ভাড়াটিয়ার বাসায় যায় তার মেয়ে । রাত সাড়ে আটটার দিকে সিপনের বাসার বাথরুম থেকে তানহার লাশ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ওসি আবদুল জলিল জানান, সিপন পেশায় একজন রাজমিস্ত্রি। সে বিবাহিত। রোববার তার স্ত্রী বাসার বাইরে ছিল। এই সময় সন্ধ্যায় শিশুটিকে তার বাসার কাছে পেয়ে ঘরে নিয়ে যায় সে। খাটের উপরে শিশুটিকে পাশবিক নির্যাতন চালানোর পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে শিশুটির লাশ বাসার বাথরুমে ফেলে রাখে।
প্রসঙ্গত, রোববার রাতে মধ্যবাড্ডা ৪ নং রোডের আদর্শনগরীর ৩৬০ নম্বরের একটি টিনশেড বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
আজকের বাজার: আরআর/ ৩১ জুলাই ২০১৭