রাজধানীর বাড্ডায় শারমীন সুলতানা হিয়া নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অপরাধে স্বামী সাইদুর রহমান মিল্টনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক খাদেম উল কায়েস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৪ সালে হিয়ার সাথে সাইদুরের পারিবারিকভাবে বিয়ে হয়। এ সময় হিয়ার পরিবার দুই লাখ টাকা যৌতুক দিলেও পরে সাইদুর আরও টাকা দাবি করেন। সেই সাথে তিনি হিয়ার ২০ ভরি স্বর্ণালংকার বিক্রি করে দেন।
এ নিয়ে পারিবারিক কলহে ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে সাইদুর গলা টিপে হত্যা করেন হিয়াকে। তখন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ঘটনার দিনই হিয়ার চাচা শাহাদাত হোসেন সরকার মুকুল বাড্ডা থানায় হত্যা মামলা করেন। পরে আসামি নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ ও দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বাড্ডা থানার উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম একই বছরের ১৮ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। পরের বছর ১ মার্চ অভিযোগ গঠন করে আদালত।
আজকের বাজার/এমএইচ