রাজধানীর বাড্ডা থেকে৮৯০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম আকলিমা আক্তার লুনা (৩০)।
সোমবার (১৬ জুলাই) দুপুরে র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়ার উইংয়ের সিনিয়র এএসপি মিজানুর রহমান ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার (১৫ জুলাই) রাতে বাড্ডা এলাকা থেকে ‘কুখ্যাত’ এই নারী মাদক ব্যবসায়ী লুনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছে থেকে ৮৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিন আরও বলেন, এই ঘটনায় বাড্ড থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
আরএম/