ভোলার শাহবাজপুরের পাশে সন্ধান পাওয়া নতুন গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। কোন আবাসিকে এ গ্যাস দেয়া হবে না বলেও জানান তিনি।
২৩ অক্টোবর সোমবার সচিবালয়ে নিজ অফিসে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন করে সেখানে ৭০০ বিলিয়ন কিউবিক ফুট (বিসিএফ) গ্যাস হয়তো আছে। তবে কী পরিমাণ গ্যাস আছে তা আগামী ২৮ অক্টোবর সুনির্দিষ্টভাবে জানা যাবে।
তিনি আরও বলেন, এ গ্যাস কোনো আবাসিক কাজে ব্যবহার করা হবে না। শুধু বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করার চিন্তা রয়েছে।
এর আগে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের পাশে একটি গ্যাস অনুসন্ধান কূপে নতুন করে আরও ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শফিউল আলম বলেন, ভোলার শাহবাজপুরে আগের গ্যাসক্ষেত্রটির পাশেই এ গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। আগের কূপ ও নতুনটি মিলিয়ে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান সেখানে আছে বলে ধারণা করা হচ্ছে। এটি দেশের জন্য একটি সুসংবাদ।
আজকের বাজার:এলকে/এলকে ২৩ অক্টোবর ২০১৭