বাণিজ্যিক অপারেশন শুরু করেছে সামিট গাজীপুর-২

বাণিজ্যিক অপারেশন শুরু হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান সামিট গাজীপুর-২ পাওয়ার লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ১০মে থেকে কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। গাজীপুর-২ পাওয়ার লিমিটেড সফলভাবে পরীক্ষা এবং কমিশন করার পর ৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এইচএফও পাওয়ার প্লান্ট বাণিজ্যিক অপারেশন শুরু করেছে। এটি গাজীপুরের কোড্ডায় অবস্থিত।

এই কোম্পানিতে ২০ শতাংশ মালিকানা রয়েছে সামিট পাওয়ারের।

উল্লেখ্য, প্রকল্পটি বাণিজ্যিক অপারেশন শুরুর তারিখ থেকে ১৫ বছরের সময়ের জন্য বিল্ড, ওয়ান ও অপারেটিভ ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে।

আরএম/