বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে সাইফ পাওয়ারের নতুন প্রকল্প

আগামী ৫ আগস্ট শনিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের নতুন প্রকল্প বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। গাজীপুরের পূবাইলে নতুন এ প্রকল্পটি করেছে কোম্পানিটি। এর ফলে কোম্পানিটির উৎপাদন ক্ষমতা বাড়বে প্রায় দ্বিগুণ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ও নিজস্ব অর্থায়নে করা হয়েছে এই প্রকল্পটি। চলতি ২০১৭-১৮ অর্থবছরে কোম্পানিটি তাদের ব্যাটারি ইউনিট থেকে ২ লাখ ৬৫ হাজার ব্যাটারি উৎপাদন করবে। আগামী ২০১৮-১৯ অর্থবছরে এই ক্ষমতা হবে ৫ লাখ ৫০ হাজারে। ধারাবাহিকভাবে কোম্পানিটি তাদের ব্যাটারি উৎপাদন ক্ষমতা ৬ লাখ ৫০ হাজারে নিতে চায়। বাণ্যিজ্যিকভাবে উৎপাদন শুরুর যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

আজকের বাজার: এলকে/এলকে ২রা আগষ্ট ২০১৭