বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে চাঁদপুর পাওয়ার জেনারেশন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির নতুন বিদ্যুৎ প্রকল্প চাঁদপুর পাওয়ার জেনারেশন ২০১৯ সালের ১৬ জুলাই বাণিজ্যিক উৎপাদন শুরু করবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চাঁদপুর পাওয়ার জেনারেশন লিমিটেড গতকাল ১৭ জানুয়ারি জ্বালানি-বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রাণলয়ে জিওবি’র সাথে একটি বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পন্ন করেছে।

১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্টের এই হেভি ফুয়েল অয়েল (এইচএফও) জালানি বিদ্যুত উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর জন্য বিপিডিবির সঙ্গে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড এবং ডরিন পাওয়ার হাউজ অ্যান্ড টেকনোলজিস লিমিটেড চুক্তি সম্পন্ন করেছে।

জানা গেছে, এই প্রকল্পে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৪০ শতাংশ ডরিন পাওয়ার হাউজ অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের।

উল্লেখ্য, বিপিডিবি’র সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তির (পিপিএ) ১৮ মাসের মধ্যে কোম্পানিটি বানিজ্যিক উৎপাদনে যেতে পারবে। যার মেয়াদ হবে ১৫ বছর। অর্থাৎ প্লান্ট নির্মাণের পর ১৫ বছর পর্যন্ত এই কেন্দ্র থেকে বিদ্যুত কিনবে সরকার। যার প্রতি ইউনিট ৭ টাকা ৯২ পয়সাদরে কিনবে।

আজকের বাজার:এসএস/১৮জানুয়ারি ২০১৮