বাণিজ্যিক স্পেস কিনবে এনসিসি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেড বাণিজ্যিক স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে।রাজধানীর গুলশানের সাউথ এভিনিউতে এই স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গুলশান এক নাম্বার গোল চত্বরের কাছে সাউথ এভিনিউতে ৫১ নম্বর প্লটে নির্মাণাধীন ভবনে এই স্পেস কেনা হবে। চারটি ফ্লোরে মোট ৯ হাজার ২৬৬ বর্গফুট স্পেস আছে। এর বিপরীতে ৩৫ দশমিক ৫ ছটাক বা ২ দশমিক ২১৮ কাঠা জমির স্বত্ব পাবে ব্যাংকটি। এতে মোট ব্যয় হবে ১৫ কোটি ৫৩ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

 

আজকের বাজার/মিথিলা