বাণিজ্য আলোচনার জন্য বেইজিং যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ২ শীর্ষ কর্মকর্তা

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ নিরসনের ব্যাপারে আলোচনা অব্যাহত রাখতে আগামী সপ্তাহে বেইজিং যাচ্ছেন আমেরিকান দুই শীর্ষ কর্মকর্তা। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারে আলোচনা অব্যহত রাখার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার ও অর্থমন্ত্রী স্টিভেন মুচিন বেইজিং যাচ্ছেন।’
বিবৃতিতে আরো বলা হয়েছে, ৩০ এপ্রিল থেকে উভয় পক্ষের মধ্যে এই আলোচনা শুরু হবে। এতে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দেশটির উপ-প্রধানমন্ত্রী লিউ হি। আগামী ৮ মে বেইজিংয়ের একটি প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করবেন।
এতে বলা হয়, ‘আগামী সপ্তাহের ওই বৈঠকে মেধা সম্পদ, প্রযুক্তি, কৃষি ও বিনা শুল্কের বাধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’