সর্বকালের সর্বোচ্চ রপ্তানির পরও সাড়ে নয় বছরের মধ্যে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতিতে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার দেশটির সরকারি এক পরিসংখ্যানে উঠে এসেছে এ তথ্য।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পণ্য ও সেবা রপ্তানি হয়েছে ২০ হাজার ৪৪০ কোটি ডলার। বিপরীতে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২৬ হাজার ২০০ কোটি ডলারে। এর ফলে দেশটির মৌসুমভিত্তিক সমন্বিত মাসিক বাণিজ্য ঘাটতি ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ২০০৮ সালের অক্টোবরের পর সর্বোচ্চ।
অর্থনীতিবিদরা মনে করছেন, যেহেতু অনেক শিল্পোন্নত দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের অর্থনীতির সম্প্রসারণ দ্রুতগতিতে হচ্ছে, তাই ভবিষ্যতে বাণিজ্য ঘাটতি আরও বাড়তে পারে। যদিও নির্বাচনী প্রচারণায় ঘাটতি কমিয়ে আনার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, বর্তমান পরিস্থতি ট্রাম্পের সেই প্রতিশ্রুতিকে পরীক্ষার সামনে দাঁড় করিয়েছে।
আজকের বাজার/আরজেড