এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় রফতানিকারী দেশ চীন। কিন্তু আগামী পাঁচ থেকে দশ বছরে তাদের রফতানি কমতে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বৃত্তের বদলে ঘাটতির মুখোমুখি হতে পারে দেশটি। সরকারি সূত্রে এই ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে, আমদানিও বাড়ছে চীনে। তার জেরেও বাড়বে ঘাটতি।
চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন-এর সংশ্লিষ্ট কমিটির প্রাক্তন সেক্রেটারি জেনারেল ঝাং ইয়ানশেং জানান, আর্থিক বৃদ্ধির রথকে এগিয়ে নিয়ে যেতে চীন আর পুরোপুরি রফতানির উপর নির্ভর করতে পারবে না, যেমন তারা করেছে গত ৩০ বছর ধরে। তার কারণ, রফতানি কতটা বাড়ানো সম্ভব, তা বিশ্বের অন্যান্য দেশের বাজারের উপর নির্ভর করে। সে েেত্র কিছু দেশের রণশীল নীতি চিনা রফতানি বাড়ানোর পথে বাধা হয়ে দাঁডাচ্ছে। ঝাং বলেন, পরবর্তী ধাপে বাণিজ্যে ভারসাম্য রাখায় জোর দেবে চীন।
সূত্র: সিনহুয়া
আজকের বাজার: ওএফ/ ১৪ জানুয়ারি ২০১৮-০১-১৪