রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ফ্রটিকার প্যাভিলিয়নে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের অপারেটর রিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।
এর আগে, ৭টা ১০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কি কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সেটি জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
আজকের বাজার/এমএইচ