বাণিজ্য মেলায় ওয়ালটনের প্যাভিলিয়ন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) এবারও  দৃষ্টিনন্দন তিনতলা প্রিমিয়ার প্যাভিলিয়ন নির্মাণ করেছে ওয়ালটন। প্যাভিলিয়ন নির্মাণে অনুসরণ করা হচ্ছে গ্রিন টেকনোলজি মেথড। বিপুল পরিমাণ ক্রেতা দর্শনার্থীর চাপ মোকাবেলায় নেয়া হয়েছে  সব রকম প্রস্তুতি।

দেশি-বিদেশি ক্রেতা-দর্শনার্থীদের কাছে ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটনের প্রযুক্তি পণ্য তুলে ধরতে নিজস্ব কর্মকর্তার পাশাপাশি অর্ধ শতাধিক এক্সিবিটর নিয়োগ দেয়া হয়েছে। উচ্চতর প্রশিক্ষণও দেয়া হয়েছে  তাদেরকে।

রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরীতে  ওয়ালটন প্যাভিলিয়নের সমন্বয়ক শাহ শহীদ চৌধুরী গণমাধ্যমকে জানান, প্রযুক্তি পণ্যে ওয়ালটন দেশের এক নম্বর ব্র্যান্ড। এ কারণে ওয়ালটনের প্রতি সবার একটি বাড়তি আকর্ষণ থাকে। একসঙ্গে যাতে অনেক ক্রেতা-দর্শনার্থী প্রবেশ এবং বের হতে পারে সেজন্য ১১ ফুট চওড়া প্রবেশদ্বার করা হয়েছে। এ ছাড়া শারীরিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী ক্রেতা-দর্শনার্থীরা যাতে সহজে ওয়ালটন প্যাভিলিয়নে প্রবেশ করতে পারে সেজন্য  ব্যবস্থা রাখা হচ্ছে।

ওয়ালটন প্যাভিলিয়নের প্রদর্শন ও বিক্রি হবে আকর্ষণীয় ডিজাইন ও সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ, অ্যান্ড্রয়েড স্মার্টফোন, রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ও মাইক্রোওয়েব ওভেন, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডারসহ কয়েক শ মডেলের বিশ্বমান সম্পন্ন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সেস। থাকছে এলইডি বাল্ব, সুইচ, সকেট, রিচার্জেবল ব্যাটারি, জেনারেটরসহ আন্তর্জাতিক মানসম্পন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস।

আজকের বাজার:এসএস/১জানুয়ারি ২০১৮