বাণিজ্য মেলায় কমেছে স্টল

রাজধানীর শেরেবাংলা নগরে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। মাসব্যাপী এ মেলায় প্রতি বছরই স্টল বাড়ে। কিন্তু এবার হয়েছে তার ব্যতিক্রম। মেলায় এবার স্টলের সংখ্যা কমছে ৪৪টি।

তবে মেলা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এবারের মেলায় বৈচিত্র আনার জন্য জায়গা রাখা হয়েছে। বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে ডিজিটালাইজেশন বা তথ্য প্রযুক্তিতে। এতে শুরুতেই বাণিজ্য মেলা জমে ওঠবে। মেলার আয়োজক বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তারা জানিয়েছে, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে এবারের বাণিজ্যমেলায় মোট ৫৪০টি প্রতিষ্ঠান অংশ নেবে। গতবার অংশ নিয়েছিল ৫৮৪টি।

এবারের মেলায় থাকবে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার। এর মাধ্যমে মেলায় অবস্থিত স্টল ও প্যাভিলিয়নের অবস্থান জানা যাবে। ফলে দর্শণার্থীরা সহজেই কাঙ্খিত স্টলে যেতে পারবেন।

এ ছাড়া নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে জানা যাবে মেলার হালনাগাদ অবস্থা। অনলাইনে দেশের যে কোনো প্রান্ত অথবা বিদেশ থেকেও সব ধরনের তথ্য পাওয়া যাবে। তারা আরও জানান, এবারের বাণিজ্য মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়নের আকার গতবারের চাইতে দ্বিগুণ করা হচ্ছে। থাকছে সুন্দরবনের আদলে মিনি সুন্দরবনও।

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চিন, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, তুরস্ক, সিঙ্গাপুর, মরিশাস, ভিয়েতনাম, ভুটান, মালদ্বীপ, নেপাল ও হংকং এই ১৭টি দেশ অংশ নিচ্ছে।

গত বছরের মেলায় ৮০ কোটি টাকার রফতানি আদেশ পাওয়া গিয়েছিল। এবারের মেলায় এর পরিমাণ আরও বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।

আজকের বাজার: ওএফ/এলকে/ ২০ ডিসেম্বর ২০১৭