বাণিজ্য মেলায় লুব-রেফ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম দিন সোমবার থেকেই অংশ গ্রহণ করছে লুব্রিকেন্টস্ প্রস্তুতকারক ও বিপনণকারী প্রতিষ্ঠান  লুব-রেফ(বাংলাদেশ)।প্রত্যাশিত সাড়া পাওয়ার আশা করছে কোম্পানিটে। লুব্রিকেন্টসের বিভিন্ন পণ্য বিশেষ ছাড়ও থাকছে মেলাতে। থাকছে নতুন ডিলারশীপ নিয়োগের বিশেষ সুবিধা। প্রতিষ্ঠানটির স্টল নং প্রিমিয়াম মিনি প্যাভেলিয়ন- ১৭।

বছরে ১২ হাজার ৫৫০ টন সক্ষমতার ব্লেন্ডিং প্লান্ট দেশের মোট চাহিদার ৫ শতাংশ পূরন করছে লুব-রেফ। প্রতিষ্ঠানটি এখন ৩৫ ধরনের লুব্রিকেন্টস সামগ্রী উৎপাদন করছে।লুব ব্লেন্ডিং প্ল্যান্ট (এলবিপি) কোম্পানিটির উৎপাদিত লুব্রিকেন্ট সামগ্রী বাজারজাত হয়  ‘বিএনও’ ব্র্যান্ডে।

আজকের বাজার:এসএস/১জানুয়ারি ২০১৮