ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড মার্সেল প্যাভিলিয়নে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও রান্নার সরঞ্জামসহ ৩৫০টিরও বেশি পণ্যের মডেল প্রদর্শিত হচ্ছে।
ক্রেতাদের মার্সেল প্যাভিলিয়নে সব পণ্যে ১০ শতাংশ নগদ ছাড় দেয়া হচ্ছে। এছাড়া বিকাশ পেমেন্টে ক্রেতারা পাচ্ছেন অতিরিক্ত ৫ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি একাধিক এসি কিনলে পাবেন ১২ শতাংশ ছাড়। অন্যদিকে, ন্যূনতম ২ হাজার টাকা বুকিং দিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এসি ক্রয়ে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা।
মার্সেল প্যাভিলিয়নের ইনচার্জ মো. রেজাউল করিম জানান, মেলায় ক্রেতা-দর্শনার্থীরা যাতে এক ছাদের নিচেই তাদের প্রয়োজনীয় সব পণ্য দেখতে এবং কিনতে পারেন সেজন্য ৩৫০টিরও বেশি মডেলের পণ্য এনেছেন তারা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এসব পণ্যের প্রযুক্তি, ডিজাইন ও রঙে আনা হয়েছে নতুনত্ব।
মেলায় মার্সেল প্যাভিলিয়নে বিভিন্ন পণ্যের আপকামিং মডেলও প্রদর্শন করা হচ্ছে। এ তালিকায় রয়েছে গ্লাস ডোর রেফ্রিজারেটর, ফোর-কে প্রযুক্তির টেলিভিশন, বাংলা ভয়েস কন্ট্রোল এলইডি স্মার্ট টিভি, ক্রিস্টালাইন সিরিজের নতুন এসি, হট প্লেট কুকার, গ্লাস টপ ডাবল বার্নার(এলপিজি ও এনজি)গ্যাস স্টোভ, ইস্ত্রি, মিল্ক প্যান, রিচার্জেবল ল্যাম্প, টর্চ লাইট ও ব্যাটারি।
মার্সেল প্যাভিলিয়নে প্রদর্শন ও বিক্রি হচ্ছে প্রায় ১০০ মডেলের ফ্রিজ। এর মধ্যে রয়েছে ৭৯ মডেলের ফ্রস্ট বা ডিরেক্ট কুল রেফ্রিজারেটর, ৫ মডেলের ফ্রস্ট রেফ্রিজারেটর, ১২ মডেলের ফ্রিজার বা ডিপ ফ্রিজ ও ২ মডেলের বেভারেজ কুলার। মেলা ও নতুন বছর উপলক্ষে সাইড বা সাইড গ্লাস ডোরের ৫৬৩ লিটারের নতুন মডেলের নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এনেছে মার্সেল। যার দাম পড়বে ৬৪ হাজার ৯০০ টাকা। আরো এসেছে ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটরের নতুন ডিজাইন ও রঙের আপডেট ভার্সন।
ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে মার্সেল। ছয় মাসের রিপ্লেসমেন্টসহ মার্সেল এসির ইনর্ভার্টার কম্প্রেসরে মিলছে ১০ বছরের গ্যারান্টি। টিভিতে ছয় মাসের রিপ্লেসমেন্টসহ প্যানেলে রয়েছে সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা। বিক্রয়ের পর দ্রুত ও সর্বোত্তম সেবা দিতে সারা দেশে মার্সেলের রয়েছে ৭৩টি সার্ভিস সেন্টার। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান