বাণিজ্য যুদ্ধে ট্রাম্পের পরবর্তী টার্গেট ভারত

ভারত খুব তাড়াতাড়ি যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কার্যক্রমের পরবর্তী গ্রহীতা হতে যাচ্ছে।

সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টান্যাশনাল স্টাডিজ এর সিনিয়র অ্যাডভাইজার উইলিয়াম রেইনচ তার এক পর্যালোচনায় এসব কথা বলেন।

তিনি বলেন, গত সপ্তাহে দেখা গেছে, চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর ৫০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শুল্ক ধার্য করে যুক্তরাষ্ট্র। চীনে বিনিয়োগের উপর এটিকে বাধা হিসেবে দেখা হচ্ছে।

 

যুক্তরাষ্ট্র তার দেশে আসা স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের উপর এই উচ্চ মূল্যের শুল্ক ধার্য করে।

চীনের স্টিল ও এলোমিনিয়াম শুল্ক কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের আমদানির উপর ৩ বিলিয়ন মার্কিন ডলারের উচ্চ শুল্ক ঘোষণা করে। চীন এই বিষয়ে আরো কিছু পদক্ষেপ নিবে বলে ধারণা করেন বিশেষজ্ঞগণ।

উইলিয়াম রেইনচ বলেন, দুই দেশের নেওয়া এসব পদক্ষেপ শুধু তাদেরকে নয়, এগুলো বিশ্ব বাণিজ্য ও বিশ্ব সাপ্লাই চেইনকেও প্রভাবিত করবে।

উল্লেখ্য, উইলিয়াম এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফরেন ট্রেড কাউন্সিলে ১৫ বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

একেএ/এমআর