মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার নতুন করে শুল্ক আরোপ না করার ব্যাপারে সম্মত হয়েছেন।
বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ দুটি’র মধ্যকার বাণিজ্য যুদ্ধ যেন আর বৃদ্ধি না পায় সে জন্য এ সিদ্ধান্ত নিয়ছেন তারা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
হোয়াইট হাউস জানিয়েছে, ভোজসভায় দুই ঘন্টার বেশি সময় এই দুই নেতার মধ্যে আলোচনা হয়। দুই নেতার মধ্যে সমঝোতার কারণে ১ জানুয়ারি থেকে ধার্য হতে যাওয়া ১০% থেকে ২৫% বর্ধিত শুল্ক যুক্তরাষ্টের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে।
এই চুক্তির কারণে বিশ্ব বাজারে বাণিজ্য যুদ্ধের তীব্রতা হ্রাস পাবে।
হোয়াইট হাউস দুই নেতা এই বৈঠককে ‘অত্যন্ত সফল’ বলে অভিহিত করেছে।
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘চুক্তিটি দুই দেশের মধ্যে আরো অর্থনৈতিক সংঘাত ঠেকাতে কার্যকরভাবে সক্ষম হবে।’
সূত্র – বাসস