মেসি ও ম্যারাডোনা দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? এটি খুব সাধারণ প্রশ্ন। বয়স, সময় ও কৌশলের দিক থেকে একজন অন্য জনের চেয়ে আলাদা হলেও পার্থক্যের প্রশ্ন এসেই যায়। কেননা দুজনেই যে ফুটবল জগতের কিংবদন্তি। পছন্দ অনুযায়ী আমাদের মতে ভিন্নতা থাকলেও বাতিস্তুতার কাছে ম্যারাডোনাই এগিয়ে।
আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ডের দৃষ্টিতে ম্যারাডোনার মতো মুগ্ধতা ছড়াতে পারেন না লিওনেল মেসি।বার্সেলোনার হয়ে ভুরিভুরি শিরোপা জিতলেও দেশের কাছে অসহায় মেসি।
মেসি ও ম্যারাডোনার তুলনায় বাতিস্তুতার কাছে ঢের এগিয়ে ম্যারাডোনা।‘আমার কাছে ম্যারাডোনাই সর্বকালের সেরা। শুধু ফুটবল নয়, দিয়েগো আর্জেন্টিনার অনেক কিছুর প্রতিনিধিত্ব করেন। তিনিই প্রথম খেলোয়াড়, যিনি আমাদের তারার দেশে নিয়ে গিয়েছিলেন, বিশ্বকাপ জিতিয়েছেন। তার মুগ্ধতা ছড়ানোর ক্ষমতা আছে। তার দুর্লভ মেধা এবং কল্পনাশক্তি ছিল। টেকনিক্যালি মেসি ম্যারাডোনার সমান বা তার চেয়ে এগিয়ে থাকতে পারে, কিন্তু ম্যারাডোনার সমান নয় সে। ম্যারাডোনার মুগ্ধ করার যে ক্ষমতা ছিল তার ঘাটতি আছে মেসির মধ্যে।’
আজকের বাজার/আরজেড