রূপগঞ্জে গোপনে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে সজিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই আবুল কালাম আজাদ জানান, ব্ল্যাক মেইল করার উদ্দেশ্যে বাথরুমের ভেন্টিলেটারের মধ্যে গোপনে ইলেকট্রনিক্স ডিভাইস ক্যামেরার সাহায্যে অজ্ঞাত কেউ ভিডিও ধারণ করে। সোমবার দুপুরে গৃহবধূ গোসল করার সময় ভেন্টিলেটারের দিকে তাকিয়ে সেই ডিভাইসটি দেখে ফেলে। পরে ডিভাইস থেকে মেমোরি কার্ড খুলে মোবাইল ডুকিয়ে দেখেন এতে তার গোসলের ভিডিও ধারণ করা হয়েছে। পরে গৃহবধূ বিষয়টি তার পরিবারের সাথে আলাপ করে তাদের পরামর্শে ডিভাইসটি একই জায়গায় রেখে দেন। সোমবার সন্ধ্যার পর একই এলাকার ইমারতের ছেলে সজিব সেটি নিতে আসলে গৃহবধূর পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ অভিযুক্ত সজিবকে সেখান থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সজিব ডিভাইস দ্বারা ভিডিও করার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহামুদুল হাসান বলেন,‘ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।’সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান