শ্রীদেবী শেষ বারের মত ফ্রেশ হতে গিয়েছিলেন বাথরুমে। কে জানে এটাই ছিল তার শেষ সময়। বাথরুমে ঢুকার পর অনেক সময় পেরিয়ে গেলেও বেরোচ্ছেন না দেখে উদ্বিগ্ন বনি বেশ কয়েক বার দরজায় ধাক্কা দেন। কোন সাড়া না পেয়ে তিনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ঢুকেই তিনি দেখেন অচৈতন্য শ্রীদেবী তখন শুয়ে জলভর্তি বাথটাবে। এর পর বনি নানা ভাবে স্ত্রীর জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তাতে কোনও কাজ না হওয়ায় এক বন্ধুকে ফোন করেন বনি।
এরপর পুলিশকে খবর দেয় বনি। এমন খবরই প্রকাশ করেছে দুবাইয়ের অন্যতম সংবাদপত্র খলিজ টাইমস।
আত্মীয়ের বিয়ে উপলক্ষে গত সপ্তাহে দুবাইতে ছিল কপূর পরিবার। অনুষ্ঠান শেষে বনি কপূও ছোট মেয়ে খুশিকে নিয়ে মুম্বুই ফিরে এলেও দুবাইর জুমেইরাহ এমিরেটস টাওয়ারেই থেকে যান শ্রীদেবী। কিন্তু শনিবার সন্ধ্যায় স্ত্রীকে সারপ্রাইজ দিতে ফের দুবাই উড়ে যান বনি। সেখানে পৌঁছে স্ত্রীকে ঘুম থেকে ডেকে তোলেন বনি। তার পর আড্ডায় মেতে উঠেন তারা । আড্ডা শেষে বাথরুমে যাওয়ার পর ঘটে এই ঘটনা।
আজকের বাজার: আরজেড/ আরএম/২৬ ফেব্রুয়ারি ২০১৮