অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে এবং মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর ফের প্যাকেটজাত করে বিক্রি করায় রাজধানীর বাদামতলীতে ১২টি আড়তে অভিযান চালিয়ে ৪১ লাখ টাকা জরিমানা এবং তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এসময় অভিযানে ৪০ টন আম, চার টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ এবং চারটি আড়ৎ সিলগালা করে দেওয়া হয়।
রোববার (১০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত বাদামতলীতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি বলেন, যে আমগুলো বিক্রি করা হচ্ছিল সেগুলো বাজারে আসতে আরও ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হতো। কিন্ত এটা আমাদের জন্য বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাহিরে হলুদ টসটসে কিন্তু ভেতরে একদম অপরিপক্ক। রাসায়নিকে পাকানো। এগুলো মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করে র্যাব-১০ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।