জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি।
বুধবার (৩০ মে) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাদ পড়ার তালিকায় রয়েছে সারাদেশের ৪ হাজার ১৫৯টি স্কুল।
এ সময় লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মামুনুর রশিদ (খোকন) বলেন, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭৩ সালে দুই দফায় প্রায় ৩৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি জাতীয় প্যারেড স্কয়ারে প্রাথমিক শিক্ষক মহাসমাবেশে সারাদেশে ২৬ হাজার ১৯৩টি স্কুলকে জাতীয়করণের ঘোষণা দেন। এরপরও তিন পার্বত্য এলাকায় ২১০টি ও নঁওগা জেলায় আরও ১টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব কামার হোসেন, সদস্য মো. বদরুল আমিন ফরহাদ, মো. ফিরোজ উদ্দিন, হারুন অর রশিদ প্রমুখ।
রাসেল/