মাত্রাতিরিক্ত দূষণের জন্য দিল্লিতে প্রায় ভেস্তে যেতে বসেছিল ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচটি। এবার সাইক্লোন মহার জেরে বাতিল হতে পারে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি।
আগামী বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেব হবে খেলা। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে। সৌরাষ্ট্র ও সমগ্র দক্ষিণ গুজরাতের আবহাওযার পূর্বাভাস বলছে রোহিত শর্মা বনাম মাহমুদুল্লাহদের দ্বৈরথ নাও দেখা যেতে পারে। কারণ ধেয়ে আসছে প্রবল ঘূর্ণীঝড়।
সংবাদসংস্থা পিটিআই কথা বলেছে আঞ্চলিক আবহাওয়া দফতরের অধিকর্তা জয়ন্ত সরকারের সঙ্গে। তিনি বলছেন, “আগামী বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঝড়। এই মুহূর্তে সাইক্লোন মহা দিউ থেকে ৫৮০ কিলোমিটার ও ভারাভালের উত্তর পশ্চিম থেকে ৫৫০ কিলোমিটার কেন্দ্রে অবস্থিত।” সাইক্লোন ভয়ঙ্কর আকার ধারণ করবে বলেই মত আবহাওয়া বিধদের
আজকের বাজার/লুৎফর রহমান