সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ স্থলে সকল বাধা উপক্ষো করে দলে দলে আসছেন নেতাকর্মীরা। ইতিমধ্যেই জাতীয় ঐক্যফ্রন্টের সিনিয়র নেতারা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। এদিকে সমাবেশস্থলে লোকজনকে আসতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি দুপুরে একটি দৈনিককে জানিয়েছেন, সিলেটের সব কটি প্রবেশমুখে পুলিশ তল্লাশি চালাচ্ছে পুলিশ। এতে করে লোকজন সমাবেশ আসতে ভয় পাচ্ছে।
এদিকে সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেছেন। তারা মিছিল সহকারে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন।
বিএনপির মহানগর সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক অভিযোগ করেছেন পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে। বেলা একটার দিকে সমাবেশ স্থলে এসেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
এর আগে বুধবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন শীর্ষ নেতাকর্মীরা সিলেটে পৌঁছান। এরপরই তারা প্রথমে হযরত শাহজালাল (রা.) এবং পরে হযরত শাহ পরানের (রা.) মাজার জিয়ারত করেন।
আজকের বাজার/এমএইচ